বিশ্ব সুন্দরী অনেকেই হয়েছেন কিন্তু, তার মত সুন্দরী হয় তো খুব কম দেখা যায়। আজ শুধুমাত্র নিজের প্রচেষ্টায় বলিউডের(Bollywood)অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তা নয়, ব্যক্তিগত জীবনেও বচ্চন পরিবারের গৃহবধূ হয়ে জীবনকে করে তুলেছেন সমৃদ্ধ।
ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) আজ থেকে ৩০ বছর আগে সুন্দরীর খেতাব পেয়েছিলেন কিন্তু সেই ঘটনা ৩০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও সৌন্দর্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনো ঐশ্বর্য রাই বচ্চনের দিক থেকে চোখ ফেরানো যায় না। কিন্তু প্রায় ৫০ বছরের দোরগোড়ায় পৌঁছে গেলেও কিভাবে নিজের গ্ল্যামার ধরে রেখেছেন তিনি? যেখানে সমসাময়িক অন্যান্য অভিনেত্রীরা সব দিক দিয়ে পিছিয়ে গেছেন সেখানে কিভাবে এখনো রেড কার্পেট মাতাচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন? আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো ঠিক কিভাবে নিজের চুল এবং ত্বকের যত্ন করেন বিশ্ব সুন্দরী।
আরো পড়ুন: কালের বিস্ময় বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ছিল না এর আসল নাম? ভারতের ৯৯ শতাংশ জানেন না তাজমহলের পূর্ব নাম
বাজার চলতি কোন প্রোডাক্ট নয় বরং ঘরোয়া এবং প্রাকৃতিক ভাবে নিজেকে সুন্দর করে ধরে রেখেছেন ঐশ্বর্য। প্রতিদিন হলুদ, মধু, শশার রস এবং দই দিয়ে রূপচর্চা করতে ভালোবাসেন বেশি সুন্দরী। রূপচর্চার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করতো ভালোবাসেন তিনি। প্রতিদিন অন্তত ঘন্টাখানেক ব্যায়াম করেন।
নিয়মিত হাটাহাটি করার পাশাপাশি কিছুক্ষণ যোগা করেন। এছাড়াও খাওয়া-দাওয়ার দিক থেকেও ভীষণভাবে সচেতন তিনি। সকালে উঠে এক গ্লাস গরম জলের মধ্যে লেবু মিশিয়ে খেতে খেতে দিন শুরু করেন ঐশ্বর্য। এরপর সকালে ভরপেট খাবার খেয়ে কাজে বেরিয়ে যান। সারাদিনে টুকটাক খাবার খাওয়ার পাশাপাশি খান ডাল, রুটি এবং সেদ্ধ সবজি।
আরো পড়ুন: গত ৪০০ বছর ধরে অভিশপ্ত জাহাজ ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে, এই পেছনের কাহিনী অবাক করবে আপনাকেও
রাতে সেদ্ধ সবজি এবং স্যালাডের সাথে মাছ এবং মাংস গ্রিল করে খেতে পছন্দ করেন তিনি। খেতে চান না চা এবং কফি। পান করেন না কোন সফট ড্রিংক। পানীয় হিসেবে সব সময় ফলের রস খেয়ে অগ্রগণ্য করে রাখেন তিনি। বুঝতেই পারছেন, শুধুমাত্র ঘরোয়া কিছু স্বাস্থ্যকর খাবার খেয়ে এবং নিজের শরীরের যত্ন নিয়েই আজও হয়ে রয়েছেন তিনি সেরার সেরা।