ভারতের টেলিকম দুনিয়ায় এখন সব থেকে বেশি প্রতিযোগিতা রয়েছে জিও এবং এয়ারটেলের মধ্যে। ভারতের প্রায় ৪০ কোটি মানুষ জিও-র উপর আস্থা রাখলেও এখনো কয়েক কোটি মানুষ আস্থা রাখেন এয়ারটেলের উপর। এয়ারটেলের(Airtel) উপর আস্থা রাখার আরো একটি কারণ হলো সবার পক্ষে দুটি সিম ব্যবহার করা সম্ভব হয় না তাই এয়ারটেলের উপরই ভরসা রাখতে হয় গ্রাহকদের। অন্যদিকে এয়ারটেল সংস্থাও সমানে চেষ্টা করে চলে কিভাবে জিওকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়া যায়।
এবার এয়ারটেল নিয়ে এলো ২৯৯ টাকার এমন একটি প্ল্যান, যার সাহায্যে এয়ারটেল সহজে টেক্কা দিতে পারবে জিওকে। আপনি যদি এই মুহূর্তে airtel এর কোন প্ল্যান রিচার্জ করতে চান অথবা আপনার যদি প্ল্যানের বৈধতা শেষ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এক নজর দেখে নিতে পারেন এই প্ল্যানের সুযোগ সুবিধাগুলি।
আরো পড়ুন: আলিয়া বা ক্যাটরিনা নন, বক্স অফিসের সব থেকে সফল অভিনেত্রী ইনি আয় করেছেন ৪০০০ কোটি টাকা
এয়ারটেলের অনলাইন ওয়েবসাইট অনুযায়ী, এতদিন পর্যন্ত এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে পাওয়া যেত ১.৫ জিবি ডাটা, তবে কোম্পানির নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে এই রিচার্জটি করলে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে যেটা অর্থাৎ ১৪ জিবি অতিরিক্ত ডাটা পাবেন এই রিচার্জটি করলে এবার থেকে।
আরো পড়ুন: বছরের পর বছর ধরে চলে আসছে এই পরম্পরা, ভারতের এই গ্রামে মহিলারা থাকেন বিবস্ত্র! এর পেছনের কারণ অবাক করবে আপনাকেও
অতিরিক্ত নেট ছাড়াও আপনি পেয়ে যাবেন যেকোনো, নেটওয়ার্কের আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ সুবিধা। এই প্রাণের বৈধতা থাকবে ২৮ দিন। আপনি এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে আরো পাবেন ট্রুলি আনলিমিটেড ৫জি (Truly Unlimited 5G) ডেটা, Apollo 24|7 Circle-এর ৩ মাসের ফ্রি মেম্বারশিপ, Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে HelloTunes ব্যবহারের সমস্ত সুযোগ সুবিধা।