শাহরুখ খানের পর এবার তালিকায় রয়েছে আমির সালমানের নাম, অ্যাটলির হাত ধরে তাহলে কী এবার ভাগ্য খুলতে চলেছে এই তারকাদের?

মাত্র এক সপ্তাহ হয়েছে মুক্তি পেয়েছে জওয়ান, মুক্তির পর থেকেই সারা দেশজুড়ে পড়ে গেছে শোরগোল। মাত্র কয়েক দিনের মধ্যেই কয়েকশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাক দ্বিতীয় এই সিনেমাটি। শাহরুখ খানের পাশাপাশি পরিচালক অ্যাটলিকে নিয়েও তৈরি হয়েছে শোরগোল। যশ রাজ থেকে শুরু করে করন জোহর, প্রত্যেক প্রযোজকদের এখন প্রথম পছন্দ এই পরিচালক।

আরো পড়ুন: India নাম বদলে Bharat করা কতটা সম্ভব? জানুন কী বললেন বিশেষজ্ঞরা

এই শোরগোলের মধ্যেই শোনা যাচ্ছে, পরিচালক নাকি তার দ্বিতীয় সিনেমার প্ল্যানিং ইতিমধ্যে শুরু করেছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সামনে পরিচালক বলেন, “জওয়ান(Jawan) সাফল্যের নেপথ্যে শুধু আমি নই, রয়েছে গোটা টিম। তবে আমি বিশেষভাবে শাহরুখ খানকে ধন্যবাদ জানাতে চাই আমাকে বিশ্বাস করার জন্য। এতদিন দক্ষিণ ভারতে আমি একজন সফল পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলাম কিন্তু এবার শাহরুখ খানের হাত ধরেই সারা ভারতবর্ষে পরিচিত হলাম আমি”।

পরিচালক আরো বলেন, “আমার ইচ্ছে বলিউডে আরো বেশ কয়েকটি সিনেমা তৈরি করার। এবার আমার ইচ্ছে আমির খান (Amir Khan), ঋত্বিক রোশন (Hrithik Roshan), সালমান খান (Salman Khan) এবং রণবীর সিংহকে (Ranveer Singh) আমার সিনেমার নায়ক হিসাবে নেবার। এখনো অনেক প্ল্যানিং করা বাকি। দেখা যাক কি হয়”।

আরো পড়ুন: এবার সরকারি অ্যাপে মাত্র ২০০ টাকা খরচেই পেয়ে যাবেন ১ কোটি টাকা, মোদী সরকার নিয়ে এলো দুর্ধর্ষ স্কিম

প্রসঙ্গত, শাহরুখ খানের এই দ্বিতীয় সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে পাঠান সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে গেছে। দেশজুড়ে শুধুমাত্র শাহরুখ খানের জয় জয় তার শোনা যাচ্ছে। তিন ঘন্টার ফুল অ্যান্টারটেইনমেন্ট সিনেমার অন্য নাম জওয়ান। রেড চিলিস অ্যান্টারটেইনমেন্ট- এর টুইট অনুযায়ী, ইতিমধ্যেই সিনেমাটি আয় করেছে ৬৮.৭২ কোটি টাকা, যা পাঠানের সমস্ত আয় কে ছাপিয়ে গেছে। অ্যাটলি পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই সারা বিশ্বব্যাপী আয় করেছে ১৪৪.২২ কোটি টাকা।