এর আগেও একাধিকবার পৌরাণিক চরিত্রে অভিনয় করেছেন আদিপুরুষের হনুমান

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমাটি কখনো পৌরাণিক চরিত্রের বেশভূষা, কখনো দুর্বল গ্রাফিক এবং সিনেমাটি মুক্তির পর সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তা হলো হনুমানের মুখের সংলাপ। ‘‘কাপড়া তেরে বাপ কা, তেল তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কি, অউর জলেগি ভি তেরে বাপ কি’’। ‘আদিপুরুষ’ মুক্তির পর দর্শক এবং সিনেমা সমালোচকরা মনোজের পাশাপাশি তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা দেবদত্তের উপরেও। পৌরাণিক চরিত্রে অভিনয়ের মাধ্যমেই নিজের কেরিয়ার শুরু করেন দেবদত্ত। ১৯৮১ সালের ৫ই ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বইয়ের রায়গড় জেলার আলিবাগে জন্মগ্রহণ করেন দেবদত্ত।

Devdatta Nage

আরো পড়ুন: বলিউডের এই ৮ টি বিবাহ বিচ্ছেদ! যেখানে বউকে ঘরপোষের টাকা দিতে গিয়ে ভিখারীর দশা হয়েছে স্বামীদের

২০১১ সালে ছোট পর্দার মাধ্যমে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়। ‘বীর শিবাজি’ (Veer Shivaji) ধারাবাহিকে তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘লাগি তুঝসে লগান’ এবং ‘দেবযানী’ ধারাবাহিকে দেবদত্ত পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান। ২০১৪ সালে দেবদত্ত ‘জয় মালহার’ নামের একটি মারাঠি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। এই ধারাবাহিকে মহারাষ্ট্রের এক কুলদেবতার চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেবদত্তকে। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বড় পর্দাতেও অভিনয়ের জন্য ডাক পান তিনি। ২০১৩ সালে বলিউড থেকে অভিনয়ের প্রস্তাব পান দেবদত্ত। মিলন লুথারিয়া পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা’ নামক সিনেমাতে পুলিশের চরিত্রে অভিনয় করেন তিনি।

Devdatta Nage
২০১৪ সালেই ‘সংঘর্ষ’ (Sangharsh) নামে একটি মরাঠি সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তাঁকে এবং এর পাশাপাশি একাধিক মারাঠি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। মারাঠি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি হিন্দি ফিল্মজগতে নিজের পরিচিতি বৃদ্ধি করতে উদ্যোগী হন দেবদত্ত। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মিলাপ মিলন জাভেরির পরিচালনায় ‘সত্যমেব জয়তে’ নামক সিনেমাতে জন আব্রাহমের সঙ্গে তিনি অভিনয় করেছেন। এই সিনেমাতেও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আদিপুরুষ’ সিনেমার আগেও পরিচালক ওম রাউতের সঙ্গে কাজ করতে দেখা গেছে দেবদত্তকে। ২০২০ সালে ওমের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তনহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমাটি। এই সিনেমাতে অজয় দেবগন, কাজল এবং সইফ আলি খানের মতো তারকারা মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন।

আরো পড়ুন: ডিম আগে না মুরগি, অবশেষে জানা গেল আসল উত্তর

Devdatta Nage
এই সিনেমা ওমের সঙ্গে কাজ করেছেন দেবদত্ত (Devdatta)। তাঁকে সূর্যজি মালুসারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল। অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকেন দেবদত্ত। শরীরচর্চার নানা রকম ভিডিয় সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নেন তিনি। হনুমান চরিত্রে অভিনয়ের পর তাঁর অনুরাগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ‘আদিপুরুষ’ সিনেমার প্রতি দিন শুট শুরু হওয়ার আগে শুটিং সেটে উপস্থিত সকলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে কাজ শুরু করতেন বলে জানান দেবদত্ত। তিনি দাবি করেন, তাঁর বিশাল চেহারা দেখেই ওম তাঁকে হনুমানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।