বলিউডের(Bollywood)মাটি একসময় শক্ত করে ধরে রেখেছিলেন তিন খান। শাহরুখ(Shahrukh Khan), সালমান(Salman Khan) এবং আমির(Aamir Khan) এই তিন সুপারস্টার নব্বই দশকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন আমাদের। তবে যে তিনজন নায়ককে সিনেমার পর্দায় আমরা সব সময় দেখেছি হাসিখুশি সেই তিনজন নায়কের মধ্যে কি ভালো সম্পর্ক ছিল?
আমরা সকলেই জানি, মাত্র কয়েক বছর হল শাহরুখ খান এবং সালমান খানের মধ্যে মনোমালিন্য ঠিক হয়েছে। কিন্তু আমির খানের সঙ্গে শাহরুখ খানের মনোমালিন্যের কথা কখনো শোনা যায়নি সেই ভাবে। তবে কি এমন হয়েছিল, যার ফলে শাহরুখ খানের উপহার ব্যবহার করতে মানা করে দেন আমির? শোনা যায়, শাহরুখ খানের দেওয়া একটি উপহার নাকি পাঁচ বছর ব্যবহার করেননি আমির খান।
আরো পড়ুন: আবারো চাপ বাড়লো বলিউডের, এই দক্ষিণী ছবির প্রথম ঝলক দেখেই চক্ষুচড়ক বলিউড প্রেমীদের
একটি সাক্ষাৎকারে আমির খান নিজেই স্বীকার করেছিলেন, প্রায় পাঁচ বছর তিনি শাহরুখ খানের উপহার ছুঁয়ে দেখেননি। ১৯৯৬ সালে আমেরিকা এবং বৃটেনে একসঙ্গে ট্যুরে গিয়েছিলেন শাহরুখ এবং আমির। সেই ট্যুর চলাকালীন শাহরুখ খান আমিরকে কিনে দেন একটি ল্যাপটপ। কিন্তু সেই ল্যাপটপ নাকি প্রায় পাঁচ বছর বন্ধ অবস্থায় পড়েছিল আমিরের বাড়িতে।কিন্তু কেনো?
আমিরের দাবি, আধুনিক প্রযুক্তির সম্পর্কে তার তখন তেমনভাবে কোন জ্ঞান ছিল না। তিনি কোন কিছুই বিশেষ বুঝতেন না, তাই শাহরুখ খানের সেই উপহার বহুদিন বন্ধ অবস্থায় পড়েছিল। আমির এও বলেন, “শাহরুখ নতুন নতুন গ্যাজেট ব্যবহার করতে ভীষণ ভালোবাসে। আমি সেরকম কিছুই বুঝিনা। শাহরুখ বহুবার আমাকে কম্পিউটার কিনে ব্যবহার করার কথা বলে কিন্তু আমি করিনি কারণ আমার অনিচ্ছা”।
আরো পড়ুন: চলতি সপ্তাহেই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে একাধিক সিনেমা সহ ওয়েব সিরিজ
কম্পিউটার এবং ল্যাপটপের উপকারিতা বোঝানোর পাশাপাশি আমাকে বারবার সেগুলি কিনে ব্যবহার করার কথা বলতো শাহরুখ। শেষ পর্যন্ত আমির খান বাধ্য হয়ে শাহরুখকে বলেন, “ঠিক আছে সেরকম হলে তুমি আমার জন্য একটা কিনে দাও”। সেই সময় লন্ডনে থাকাকালীন শাহরুখ খান নিজের জন্য এটি ল্যাপটপ কিনেছিলেন এবং একই সঙ্গে তিনি আরেকটি ল্যাপটপ কিনেছিলেন আমিরকে উপহার দেবার জন্য।
কিন্তু শাহরুখের উপহার দেওয়া সেই ল্যাপটপ বহু বছর ব্যবহার না করায় শেষ পর্যন্ত আমিরের ম্যানেজার সেটি ব্যবহার করার অনুমতি চেয়ে নেন আমিরের থেকে। কিন্তু পাঁচ বছর বন্ধ থাকার ফলে কোনভাবেই সেই ল্যাপটপটি আর চালু করা যায়নি। শাহরুখের সেই উপহার ব্যবহার করতে পারেননি বলে আমির খানের গলায় সেই আক্ষেপের সুর আজও ভোলার নয়।