একদম জলের দরে ভুটান ভ্রমণের দুর্দান্ত সুযোগ, ভুলেও করবেন না মিস

ভারতবাসীদের (Indian) অনেকেই ভ্রমণ পিপাসু হলেও ভারতের বাইরে কখনো ভ্রমণ করার সুযোগ হয়ে ওঠে না। নেপাল, সিকিম, মায়ানমার, ভুটান বা বাংলাদেশ সচরাচর আমাদের যাওয়া হয়ে ওঠে না। তবে আপনি যদি ভারতের প্রতিবেশী ছোট্ট দেশ ভূটানে (Bhutan Tourism) ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য এসে গেছে একটি বড় সুখবর।

এবার থেকে পর্যটকদের দৈনিক ফি ১০০ ডলার করা হচ্ছে অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র ৮ হাজার ২৬১ টাকা দিতে হবে পর্যটকদের। এর আগে এই ফি ছিল দ্বিগুণ। দৈনিক ২০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৬ হাজার ৫২৩ টাকার বিনিময়ে ভুটানে প্রবেশ করতে হতো যাত্রীদের যা এখন করে দেওয়া হলে অর্ধেক।

Bhutan Tourism

মহামারী চলাকালীন যে অর্থের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছিল সেই অর্থের পরিমাণ এবার কমিয়ে দেওয়া হলো শুধুমাত্র পর্যটকদের আকর্ষণ করার জন্য। আগামী সেপ্টেম্বর মাস থেকে মাথাপিছু ১০০ ডলার ধার্য করা হবে পর্যটকদের জন্য। গত জুন মাসে ভুটান পর্যটক বিভাগ এই ফি নীতি পরিবর্তন করেছিল।

ভুটান পর্যটক বিভাগের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, যে সমস্ত পর্যটক আট দিনের জন্য ভুটান বেড়াতে যাবেন তাদের শুধুমাত্র প্রথম চারদিনের টুরিস্ট ফি দিলেই হবে। অন্যদিকে যারা গোটা মাসের জন্য ভুটান ভ্রমণ করতে যাবেন, তাদের ১২ দিনের কর দিলেই হবে।

আরো পড়ুন: কেন “বিক্রম” কেনই বা “প্রজ্ঞান”? ল্যান্ডার আর রোভারের নামকরণের কাহিনী জেনে চমকে যাবেন আপনিও

তবে এই নীতি প্রয়োগ করেও সেভাবে গ্লোবাল টুরিস্ট আকর্ষণ করতে পারেনি ভুটান সরকার, কারণ গত জানুয়ারি মাসে মাত্র ৫৬ হাজারের মতো বিদেশী পর্যটক ভুটানে বেড়াতে গিয়েছিলেন যার মধ্যে ভারতীয় পর্যটকদের সংখ্যা ছিল ৪২ হাজার। বলাই বাহুল্য, পর্যটকদের এই সংখ্যা আরো বেশি বাড়ানোর জন্যই নতুন এই পদক্ষেপ গ্রহণ করলেন ভুটান সরকার।

Bhutan Tourism

ভুটানের পর্যটক বিভাগের প্রধান দরজি দ্রাদুল বলেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ পর্যটক আসেন ভুটানে বেড়াতে। এই চার মাসে নানা ধরনের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এন্ট্রি ফি কমিয়ে দেওয়ার পরে এই ৪ মাসের মধ্যে আরও বেশি পর্যটক ভুটানে আসবে বলে আশাবাদী ভুটান সরকার।

আরো পড়ুন: বিনিয়োগের মামলায় ভারতের সেরা উত্তরপ্রদেশ, দ্বিতীয় নম্বরে গুজরাট! জানুন তালিকায় কত নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের স্থান

এবার জেনে নেওয়া যাক এই ফি কেন নেওয়া হয়। প্রত্যেকটি পর্যটক ভুটানের আসার পর সেখানে ঘোরাফেরা, গাইড, নন অ্যালকোহলিক পানীয় গ্রহণ, পর্যটন শুল্ক বাবদ ৬৫ ডলার এবং বুনিয়াদি উন্নয়ন খাত বাবদ এই অর্থ দিতে হয় পর্যটকদের। এছাড়াও ছিল টুরিস্ট ভিসা, যা ব্যবহার করতে হতো না স্থানীয় পর্যটকদের। ভুটান সরকারের কাছে স্থানীয় পর্যটক অর্থাৎ বাংলাদেশ মালদ্বীপ এবং ভারতের বাসিন্দারা। তাই স্বাভাবিকভাবেই পকেট ফ্রেন্ডলি এই ভুটান বেড়াতে যাওয়ার জন্য বাড়তি আগ্রহ প্রকাশ করতেন পর্যটকরা। এবার বিদেশের পর্যটকদের আকর্ষণ করার জন্য এই ফি কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন ভুটান সরকার।