শিক্ষায় অথবা ব্যবসা কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই বাঙালিরা। যেকোনো বড় বড় কোম্পানিতে সিইও (CEO) পদে কিন্তু দেখা যায় বাঙ্গালীদের। টাটা গ্রুপের(Tata Group) সব থেকে বেতন পাওয়া ব্যক্তিদের তালিকায় কিন্তু রয়েছে এমনই একজন বাঙালির নাম। সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কর্মীদের একজন হলেন কৌশিক চট্টোপাধ্যায়(Kaushik Chatterjee), যিনি টাটা স্টিলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট দাবি করা হয়েছে, কৌশিক দিনে চার লক্ষ টাকা আয় করেন। টাটা স্টিলের CFO পদে থাকলেও আরো বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব রয়েছে কৌশিকের কাঁধে। বলা ভালো কোম্পানির CEO সমসাময়িক কাজ করেন কৌশিক। ২০২২ সালে কৌশিক বাবুর বার্ষিক আয়ছিল ১৫.১৭ কোটি টাকা।
আরো পড়ুন: বউ পাগলা বলিউডের এই ৬ তারকা, যারা বউয়ের জন্য করেন উপোসও
২০২৩ আর্থিক বছরের বেতনের হিসেব করলে কৌশিক চট্টোপাধ্যায়কে শুধু পেরিয়ে গেছেন পিবি বালাজি। ২০২৩ সালে হিসেব করলে কৌশিক চট্টোপাধ্যায়ের আয় ১৪.২১ কোটি টাকা, যা আগের বছরে তুলনায়। অন্যদিকে পিবি বালাজির বাৎসরিক আয় ১৬.৭৩ কোটি টাকা।
কৌশিক চট্টোপাধ্যায় জন্ম আসানসোলে। সেন্ট প্যাট্রিক্সে পড়াশোনা করে কলকাতা থেকে বি. কম পাস করেন তিনি। টাটা গ্রুপে (Tata Group) যোগদান করার আগে তিনি এসবি, বিলিমোরিয়া অ্যান্ড কং ব্রিটানিয়া বিস্কুটের কোম্পানিতে চাকরি করেছিলেন তিনি। টাটা স্টিলের প্রাক্তন CFO ইশত হোসেনের হাত ধরে কৌশিক টাটা স্টেলে যোগদান করেন। ২০১২ সাল থেকে টাটা স্টিলে CFO পদে কাজ করছেন কৌশিক।
আরো পড়ুন: বাবা-মামারা সফল তারকা! অথচ তারকা-সন্তান হয়েও ডাহা ফেল ৬ অভিনেতা, অকালেই গেছেন হারিয়ে
আমরা সকলেই জানি টাটা স্টিল (Tata Steel) দেশের অন্যতম স্টিল উৎপাদনকারী কোম্পানি। বর্তমানে এই কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন ১,৪০,৯১৬ কোটি টাকা। বিশ্বের বাজারে টাটা স্টিল রয়েছে ১০০৪ নম্বরে।