সেলিব্রিটি (Celebrity) হোক অথবা সাধারণ মানুষ, এখন শরীরের যে কোন জায়গায় ট্যাটু করা কোনো নতুন বিষয় নয়। পছন্দের মানুষের নামে হোক অথবা ঈশ্বরের নামে, এখন ট্যাটু করেন সকলেই। এমন একটি ট্যাটু করেছিলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone) । প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের (Ranbir Kapoor) নাম অনুসারে তিনি ট্যাটু (Tattoo) করেছিলেন নিজের ঘাড়ে।
দুর্ভাগ্যবশত সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। কার্যত ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা(Deepika Padukone)। দীপিকার জীবনের নতুন আলো নিয়ে এসেছিলেন রনবীর, তবে এবার কাপুর নয়, সিং। কিন্তু মনের পরিবর্তন হলেও ট্যাটু যখন-তখন পরিবর্তন করা যায় না। তা হলে উপায়? বিচ্ছেদের পরেই তাই সার্জারি করে সেই ট্যাটু উঠিয়ে একটি নতুন ট্যাটু আঁকিয়েছিলেন দীপিকা।
আরো পড়ুন: ভারতের একমাত্র শহর, যা একসঙ্গে দুটি রাজ্যের রাজধানী, কেবলমাত্র ১% লোকেরাই বলতে পারবেন নাম
এবারে যে ট্যাটু দীপিকা নিজের ঘাড়ে অঙ্কন করেছিলেন সেটিতে লেখা রয়েছে, 82E। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, এই ট্যাটুর অর্থ কি? আসলে 82E হল দিপিকার নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড। অস্কারের মঞ্চে নিজের ব্র্যান্ড করার জন্যই তড়িঘড়ি এই ট্যাটুটি তৈরি করেছিলেন তিনি। গত বছর সংস্থাটি আত্মপ্রকাশ করে। প্রচারের অঙ্গ হিসেবেই তার অঙ্গে তাই সংস্থার নাম খোদাই করা! আসলে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার নামানুসারে দীপিকার এই ব্র্যান্ডের নাম। 82E’র পুরো কথা ‘এইটি-টু ইস্ট’।
প্রসঙ্গত, দীপিকা হলেন সম্ভবত প্রথম অভিনেত্রী যিনি অস্কারের মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন। “নাটু নাটু” গানটি অস্কার জিতেছিল ঠিকই কিন্তু দীপিকার ট্যাটু এবং পোশাক আরো বেশি নজর কেড়েছিল সকলের।
আরো পড়ুন: তাড়ানো হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, আজ সেই টাটার ইংল্যান্ডে বিনিয়োগের পরিমাণ শুনলে চমকে যাবেন আপনিও
পাঠান সিনেমার অসাধারণ সাফল্যের পর বর্তমানে দীপিকা (Deepika Padukone) ব্যস্ত ঋত্বিক রোশনের (Hrithik Roshan) বিপরীতে “ফাইটার” (Fighter) এবং প্রভাসের বিপরীতে “প্রজেক্ট কে” সিনেমা নিয়ে।