না ঘুমিয়ে সুস্থ রয়েছেন ৬০ বছর, ভিয়েতনামের এই বৃদ্ধের রহস্যের কিনারা করতে পারেননি বিজ্ঞানীরাও

ফ্রাস্টেশন (Frustration) এবং ডিপ্রেশনের কারণে এখনো অনেকেই রাতে ঠিকমতো ঘুমোতে (Sleep) পারেন না। বয়স্ক মানুষজন তো বটেই, মাঝবয়সী ব্যক্তিদেরও অনেক সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। আপনি নির্ঘুম ভাবে সুস্থ থাকতে পারেন টানা ১০ দিন, তার বেশি নির্ঘুম রাত কাটালে আপনি অসুস্থ হয়ে পড়বেন।

Insomnia

কিন্তু শারীরিক সমস্যা বা কোন দুশ্চিন্তা ছাড়াই বছরের পর বছর না ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছেন ভিয়েতনাম (Vietnam)শহরের এক বৃদ্ধ। বৃদ্ধের নাম তাই নিয়প। গত ষাট বছর ধরে এই মানুষটির জীবনে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে যার ফলে টানা ৬০ বছর ধরে তিনি না ঘুমিয়ে রয়েছেন একেবারে সুস্থভাবে।

আরো পড়ুন: চাঁদের আকর্ষণে মহাদেবের আকার পরিবর্তন! কী রহস্য লুকিয়ে রয়েছে অমরনাথের এই গুহায়?জানুন বিস্তারিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই খবর যা অবাক করে দিয়েছে গোটা দুনিয়াকে। প্রত্যেক সুস্থ মানুষের দিনে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম ভীষণভাবে প্রয়োজন, ঘুম সঠিকভাবে না হলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে। কিন্তু বছরের পর বছর না ঘুমিয়ে এই মানুষটি শুধুমাত্র রয়েছেন ভালো তা নয়, অনেকের থেকে অনেক বেশি কাজকর্মে সক্ষম তিনি।

Insomnia

যেহেতু সারাদিন এবং সারারাত ঘুম আসে না তাই তিনি সারারাত জেগে মাঠে কাজ করেন এবং বাগান পরিচর্যা করেন। ঘটনা সূত্রপাত হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময়। যুদ্ধের সময় পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য অনিদ্রা সমস্যা দেখা যায় এই মানুষটির। ১৯৭৩ সালে একবার জ্বরের ঘোরে অচেতন হয়ে গিয়েছিলেন তিনি আর তারপর থেকেই এই অনিদ্রার সমস্যা শুরু হয়।প্রথম প্রথম তিনি এই সমস্যায় গুরুত্ব দেননি।

আরো পড়ুন: মাত্র ৫ হাজার টাকা দিয়ে আজই শুরু করুন এই সুপারহিট ব্যবসা, মাস গেলে আয় হবে ৪-৫ গুণ টাকা

জ্বর থেকে সুস্থ হয়ে উঠে বারবার ঘুমানোর চেষ্টা করতেন তিনি। কিন্তু কিছুতেই দু চোখের পাতা এক করতে পারতেন না তিনি। প্রথম প্রথম অসুবিধা হতো কিন্তু ধীরে ধীরে তিনি এই পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলেন। খাওয়া-দাওয়া বা কোন কিছুতেই সমস্যা হয় না তার, শুধুমাত্র জীবনে অভাব ঘুমের। যদিও এই বিষয় নিয়ে আর তিনি চিন্তা ভাবনা করেন না।

Insomnia

দেশ এবং বিদেশের বহু বিজ্ঞানী এই নিদ্রাহীন মানুষটির ওপর পরীক্ষা-নিরীক্ষা করেছেন বহুবার কিন্তু কোন সমাধান করতে পারেননি।চিকিৎসকদের সার্টিফিকেট অনুযায়ী নিয়প একজন সুস্থ এবং স্বাভাবিক নিদ্রাহীন মানুষ।