১৩ লাখ মানুষকে সুখবর শোনাল মোদী সরকার! পুজোর মুখে গ্রাচুইটি বাড়ল LIC এজেন্টদের

এলআইসির এজেন্টের(LIC Agent) জন্য অত্যন্ত সুখবর। পূজার মুখে সকলের মুখে হাসি ফোটাতে ছোট্ট উদ্যোগ নিলেন বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( prime minister narendra modi) বলেন যে সমস্ত এলআইসির যে সমস্ত কর্মচারী ও এজেন্টরা রয়েছেন তাদের গ্র্যাচুইটির সীমা বৃদ্ধি করা হবে। এমনকি টার্ম ইন্সুরেন্সের ক্ষেত্রে বিমা কভারও বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে। এতে করে উপকৃত হবেন প্রায় ১৩ লাখের বেশি এজেন্ট ও ১ লাখের বেশি রেগুলার কর্মচারী।

আরো পড়ুন: Optical Illusion: ছবিটিতে প্রথমে কী দেখছেন ব্যাঙ নাকি ঘোড়া, ছবির উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

পুজোর আগে এ ধরনের খবরে খুশির মেজাজ একপ্রকার এলআইসি কর্মচারীদের মুখে। তবে শুধুমাত্র গ্র্যাচুইটির(Gratuity) সীমাবৃদ্ধি নয় পারিবারিক পেনশন(Pension) এবং এজেন্ট পুনর্নবীকরণযোগ্য কমিশনের কথাও ভাবা হচ্ছে। গত সোমবার দিন একটি বিজ্ঞপ্তি জারি করা হয় অর্থ মন্ত্রকের দপ্তর থেকে যেখানে বলা হয় গ্র্যচুইটির সীমা ৩ লাখ থেকে বাড়ি করা হয়েছে ৫ লাখ। বীমা কভারেজ আনা হয়েছে নয়া পরিবর্তন। যেমন ৩০০০- ১০০০০ টাকা থেকে ২৫০০০- ১.৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যার ফলে এলআইসির কর্মচারীদের পরিবারের আর্থিক নিরাপত্তা অনেকটাই সুরক্ষিত হল বলে মনে করছেন সকলে।

আরো পড়ুন: কেন সারা শরীর থাকতেও শুধুমাত্র কানের কাছে এসে গুনগুন করে মশা, কারণ জেনে চমকে যাবেন আপনিও

এবার আসা যাক রিনিউয়াল কমিশনের (Reniual commission) বিষয় যাতে করে এলআইসি এজেন্টদের আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।

পারিবারিক পেনশনের সুবিধা : মোদি সরকারের এটি হচ্ছে সবথেকে বড় ঘোষণা। এলআইসি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের পরিবার পারিবারিক পেনশন পাবে ৩০% সমান হারে। তবে সরকারের এহেন সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন কারণ অনেকেই মনে করছেন এতে করে এজেন্ট এবং কর্মচারীরা উপকৃত যেমন হবেন তেমনি কাজের অবস্থারও উন্নতি ঘটবে।

মোদি সরকারের এহেন উল্লেখযোগ্য পদক্ষেপ আগামী দিনে মানুষকে সমস্ত রকম সুবিধা দিতে তারা যে বদ্ধপরিকর তাদের এহেন কিছু সিদ্ধান্ত গ্রহনই তার স্পষ্ট প্রমাণ দিচ্ছে।